1. dailydeshreport@gmail.com : ডেইলি দেশ রিপোর্ট : ডেইলি দেশ রিপোর্ট
  2. info@www.dailydeshreport.com : ডেইলি দেশ রিপোর্ট :
  3. mdzahidhlama@gmail.com : Zahid Hasan : Zahid Hasan
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লামায় প্রতিবেশির বসত ঘর ও জায়গা দখল নিতে ব্যার্থ হয়ে, শিশুদেরকে রাস্তায় দাঁড় করিয়েছে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশীর বাসিন্দা ফরিদুল আলমকে কথিত সাংবাদিক নামধারী আখ্যা দিয়ে সাংবাদিক সম্মেলন চকরিয়ার হারবাংয়ে বাস-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ,আহত ৫ চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ২৪ হাজার টাকা জরিমানা মালয়েশিয়াতে রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে শার্শার পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে আসা ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২ চকরিয়ায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার চকরিয়ায় স্বামীর বন্ধুকে বাসায় দাওয়াত দিয়ে হত্যার চেষ্টা-ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন

মাতামুহুরিতে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

আরাফাত চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি পালিত হয়েছে ।
রবিবার (১৯ জানুয়ারি) মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বিভিন্ন  মসজিদ প্রাঙ্গণে পবিত্র খতমে কুরআন তেলাওয়াত মাধ্যমে ১৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উৎযাপন করেন দলটির সহযোগী অঙ্গ সংগঠন ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আসিফ নেওয়াজ, ওলামা দলের আহবায়ক মৌলনা আব্দুল মালেক জিহাদী,
মাতামুহুরি সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জুসেফ বিন হায়দার।ছাত্রদল নেতা তৌহিদ আনোয়ার,চকরিয়া আনোয়ারুল উলুম কামিল এম এ মাদ্রাসা ছাত্রদলের সাবেক আহবায়ক হাফেজ ইমদাদুল হক দয়ান, সাহারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক মনোয়ার আলম, বিএমচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইখতিয়ার বিন মাহমুদ জিদান।

তারা বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার হাসিনার লালিত বাহিনীরা মামলা হামলা, নির্যাতন  করছে। রাতে সঠিক মতো ঘুমাতে পারিনি। পরিবারের সদস্যদের মুখ দেখতে পারিনি। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ও তার বাহিনীদের বিতাড়িত করতে সফল হন এদেশের আমজনতা। এতে বাংলাদেশ ২য় স্বাধীনতা লাভ করে।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়।

আরও বলেন,দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া জাতির দিশারী। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তাঁর অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন বলেও উল্লেখ করেন তারা।

উল্লেখ্য, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মরহুমের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার আত্মার মাগফিরাত কামনা করি।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।