আরাফাত হোছাইন, কক্সবাজার প্রতিনিধিঃ
চকরিয়ায় বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাইকারি ও খুচরাসহ সবজি বাজার মনিটরিং কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে চকরিয়া পৌরসভা এলাকায় নিত্যপণ্যের বাজার মনিটরিং ও অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পৌর সচিব মাসুদ মোর্শেদ সহযোগিতা করেন।
ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, বাজার পরিদর্শন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ জন ব্যবসায়ীর মেমো ও মূল্য তালিকা না থাকার কারণে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপণ্যের দাম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে আমারা নিয়মিত বাজার মনিটর করছি। কোনো ব্যবসায়ী সিন্ডিকেট বা কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।