1. dailydeshreport@gmail.com : ডেইলি দেশ রিপোর্ট : ডেইলি দেশ রিপোর্ট
  2. info@www.dailydeshreport.com : ডেইলি দেশ রিপোর্ট :
  3. mdzahidhlama@gmail.com : Zahid Hasan : Zahid Hasan
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
লামায় প্রতিবেশির বসত ঘর ও জায়গা দখল নিতে ব্যার্থ হয়ে, শিশুদেরকে রাস্তায় দাঁড় করিয়েছে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশীর বাসিন্দা ফরিদুল আলমকে কথিত সাংবাদিক নামধারী আখ্যা দিয়ে সাংবাদিক সম্মেলন চকরিয়ার হারবাংয়ে বাস-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ,আহত ৫ চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ২৪ হাজার টাকা জরিমানা মালয়েশিয়াতে রনির অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে শার্শার পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে আসা ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২ চকরিয়ায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার চকরিয়ায় স্বামীর বন্ধুকে বাসায় দাওয়াত দিয়ে হত্যার চেষ্টা-ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন

লামায় প্রতিবেশির বসত ঘর ও জায়গা দখল নিতে ব্যার্থ হয়ে, শিশুদেরকে রাস্তায় দাঁড় করিয়েছে

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি।।

লামায় প্রতিবেশির বসত ঘর জমি দখলে ব্যার্থ হয়ে ফাঁকা গুলি বর্ষনের মিথ্যা তথ্য দিয়ে থানায় এজাহার দায়ের।
দু’পরিবারের ভূমি বিরোধকে কেন্দ্র করে একের পর এক সঙ্ঘাত, আতঙ্কগ্রস্থ এলাকাবাসী। এই বিরোধ নিয়ে কোমলমতি ছাত্রদের রাস্তায় দাঁড় করিয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য করেন স্কুল প্রধান ফরিদুল আলম। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৮ নভেম্বরের নির্দেশনা অনুযায়ী “কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের সভা, সমাবেশ কিংবা মানববন্ধনে ব্যবহার করতে পারবে না। এছাড়া, শিক্ষার্থীদের রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ।” ব্যাক্তি স্বার্থে শিশুদের ব্যবহার করা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘন করায়, দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশী এলাকায় ভূমি বিরোধকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয় জন-সাধারণ। দুই পরিবারে ভূমি বিরোধকে কেন্দ্র করে একের পর এক সঙ্ঘাতের ঘটনায় আতঙ্কে আছেন প্রতিবেশিরা। এই ঘটনায় সাপ্তাহের ব্যবধানে লামা থানায় ৩টি মামলা দায়ের হয়েছে। সরেজমিন অনুসন্ধানে জানাযায়, ফরিদুল আলম গং কর্তৃক প্রতিবেশি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পৈত্রিক জায়গা-জমি ও বসতবাড়ি জবর দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা। অভিযোগ উঠেছে ভূমি বিরোধকে কেন্দ্র করে সাবেক মেম্বার মরহুম মমতাজ আহমদের পরিবারকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে ফরিদুল আলম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। মোঃ ফরিদুল আলম কর্তৃক লামা থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, নজরুল ইসলাম (৪৪), মোঃ মামুন (৪৬), মো. হারুন (৪৪) সহ ০৯ জন আসামী তাদের জায়গা জবর দখল করার জন্য চেষ্টা করছেন। নজরুল ইসলাম গং অস্ত্র ব্যবহার করে তাদের ঘরে প্রবেশ করে বিভিন্ন ধরনের হামলা ও ভাংচুর করেছে। এই সময়ে নজরুল ইসলাম গং ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে মর্মে এজাহারে দাবী করা হয়েছে।

অপরদিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ নজরুল ইসলাম থানায় দায়েরকৃত এজাহারে জানিয়েছেন, হায়দারনাশী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম একের পর এক নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে তাদের জায়গা-জমি বসত ঘর জবর দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। ফরিদুল আলম ও তার পরিবারের সদস্যগণ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে বিব্রতকর তথ্য দিচ্ছেন। ১২ জুলাই দুপুরে এই ঘটনা অনুসন্ধান করতে গিয়ে স্থানীয় বেশ কয়েকজন প্রবীন বাসিন্দাদের সাথে এই প্রতিনিধির কথা হয়। এ সময় একই এলাকার কুতুবদিয়া পাড়ার মাশুক আলম (৬০), মোঃ নুরুল আবছার (৪২), মোঃ আবু বক্কর ছিদ্দিক (সার্জেন্ট অব:) (৪০), মোঃ শহিদুল্লাহ (৪৩), মোঃ শাহজাহান (৫৫), সাবেক মেম্বার নুরুল আমিন কুতুবী (৬০), আইয়ুব খান (৬৪), মোজাম্মেল হক (৪৫)সহ আরো অনেকেই জানান, ফরিদুল আলম নিজে হাতি তাড়ানোর ফটকা/আঁতশবাজি ফুটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং থানায় ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ার মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করেছেন। এসব প্রতিবেশিরা আরো জানান, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য মোঃ ফরিদুল আলম হায়দারনাশী গ্রামার স্কুলের সংশ্লিষ্টতা দেখিয়ে ভূমি সংক্রান্ত বিরোধর ফলাফল নিজের অনুকুলে নিতে চাচ্ছে। এসব ঘটনা সম্পর্কে ফরিদুল আলমের পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হয়। কিন্তু তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলবেন না মর্মে জবাব দেন। ওইদিন
(১২ জুলাই) দুপুরে উপজেলা সদরে গিয়ে সংবাদ সম্মেলন করেন ফরিদুল আলম। ১৪ জুলাই হায়দারনাশী গ্রামে বিদ্যালয়ের কোমলমতি শিশুদের দিয়ে মানববন্ধন করিয়ে ‘প্রশাসন নিরব কেনো’ শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের দিয়ে স্লোগান দেয়। স্থানীয়রা জানায়, ফরিদুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় বিব্রতকর মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা বারংবার নজরুল ইসলাম গংদের জায়গা-জমি ও বসতবাড়ি জবর দখল করতে চায়। এটাকে কেন্দ্র করে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে চলছে। অপরদিকে উভয়পক্ষ পরস্পরকে দায়ী করে একই তারিখে সাংবাদিক সম্মেলন করেছে। গ্রামবাসীরা আরো জানান, দুই পক্ষের বিরোধ নিয়ে ২০০৪ সাল থেকে
বিজ্ঞ জজ কোর্ট, সিভিল কোর্ট, দেওয়ানি আদালত, লামা চৌকি আদালতে করা সকল মামলার রায় হয়, মরহুম মমতাজ আহমদের অনুকুলে। এসব রায় অমান্য করে ফরিদুল আলম গং বারংবার সীমানা ঠেলছে। আবার কখনো কখনো পুরো জমি বসতঘরসহ দখল করতে চাচ্ছে।
লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, “মধ্যম হায়দারনাশীর গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম গংদের মধ্যকার বিরোধটি মূলতঃ ভূমির সীমানা সংক্রান্ত। এখানে কোনো ডাকাতি বা সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় লামা থানায় বর্তমানে ৩টি মামলা চলমান।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।” উপজেলা শিক্ষা অফিস জানিয়েছেন, ছাত্রদের দিয়ে মানববন্ধন করানো বিষয়টি তদন্ত হচ্ছে; প্রমানিত হলে ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।