চট্টগ্রাম-ককসবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী ঈগল ও হানিফ পরিবহন এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৩টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেপা নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এ সড়ক দূর্ঘটনায় ২ যাত্রীবাহী বাসের চালকসহ অন্তত ৫জন আহত হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আরিফুল আমিন।
তিনি বলেন,হারবাং ভান্ডারীর ডেপা নামক স্থানে সড়ক দূর্ঘটনার খবর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিই। এ ঘটনায় মোট ৫জন আহত হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। দূর্ঘটনা পতিত ২টি বাস জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী।###