কক্সবাজারের চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাইরাখালী ভরাচর এলাকার জোয়ার ভাটা খালে পার্শ্ববর্তী পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বুড়ির দোকান এলাকার মোহাম্মদ বেলালের পুত্র মোহাম্মদ ঈসমাইল (১৮) লাশের সন্ধান পাওয়া যায়।
স্হানীয়রা জানান,এর আগে এলাকায় তাকে ঘুরাঘুরি করতে
দেখা গেছে। অনেকে ধারনা করছেন ভারসাম্যহীন লোকের মত চলাফেরা ছিল তার। পরে আজ সকালে তার লাশ খালে ভাসমান অবস্থায় দেখা যায় ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান,মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।##