চকরিয়া উপজেলা পরিষদের পুকুরের কর্নারে বসে প্রকাশ্যে মাদক সেবনকালে তিন মাদকাসক্ত যুবককে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ এরিয়া থেকে তাদের আটক করা হয়। পরে ধৃত মাদকাসক্ত যুবকরা স্বেচ্ছায় অপরাধ স্বীকার করলে চকরিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান
রাতে তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে তিনজনকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দন্ডিত মাদকাসক্ত যুবকরা হলেন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার নুরুন্নবীর ছেলে মোঃ রিফাত (২০) নেজাম উদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন (২০), চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী এলাকার সৈয়দ আলমের ছেলে ওমর হাচান (২০)।
আদালত সুত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অবৈধ অনুপ্রবেশ করে মাদকাসক্ত ওই তিন যুবক চকরিয়া উপজেলা পরিষদের পুকুরের কর্নারে বসে প্রকাশ্য মাদক সেবন করছিলেন।
ওই সময় চকরিয়া উপজেলা পরিষদে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা টহলকালে মাদক সেবন অবস্থায় ওই তিনজনকে আটক করে। পরে তাদেরকে চকরিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
চকরিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন,রাতের বেলায় অবৈধ অনুপ্রবেশ করে চকরিয়া উপজেলা পরিষদ এরিয়ায় মাদক সেবনকালে তিন মাদকাসক্ত যুবককে আটক করে আনসার সদস্যরা। ধৃত মাদকাসক্ত যুবকরা স্বেচ্ছায় অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন,চকরিয়া উপজেলা পরিষদ এরিয়ায় মাদকসেবনকালে আনসার সদস্যরা তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজন প্রত্যেকে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। তাদেরকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।###