কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবীতে স্থানীয় আওয়ামী লীগের ঝড়িকা মিছিলের পর ১৬ নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত চকরিয়া থানা পুলিশের অভিযানে এদের আটক করা হয়।
বুধবার (১৮ জুন) সকালে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় এই ঝটিকা মিছিল হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চকরিয়া উপজেলা উপজেলা ও পৌরসভা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান,চকরিয়ায় পৃথক অভিযানে ১৬ জন বিভিন্ন মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম (৪৫),আওয়ামী লীগ নেতা মো: হাসান (৪৭),লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন নান্নু (৪৫),আওয়ামী লীগ নেতা তৌহিদ হোসেন চৌধুরী (৫৪),আওয়ামী লীগ নেতা বাবুল বড়ুয়া (৫৮),যুবলীগ নেতা হেলাল উদ্দিন (৪৭),যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম (৩২),আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৩),আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (৩৪),যুবলীগ নেতা আবুল হোসেন বাবলু (৩৫),আওয়ামী লীগ নেতা জফুর আহমদ (৬০),যুবলীগ নেতা আব্দুল জলিল (৩৪), আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন (৫৫),যুবলীগ নেতা বিপ্লব বড়ুয়া (৩৪),আওয়ামী লীগ কর্মী জহিরুল ইসলাম মানিক (৩৭),যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আজাদ (২৯) প্রমুখ।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে,বুধবার সকাল ৯টার দিকে সাবেক সাংসদ জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্যে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আনোয়ারুল কবির তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলায় তাঁর ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।