চকরিয়া ও পেকুয়া থানায় ৬ টি হত্যা এবং ১ টি বিস্ফোরক মামলায় কক্সবাজার-১ আসনের সাবেক সাংসদ জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ জুন) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।
এ দিন আসামি কে গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ ও সহকারী পাবলিক প্রসিকিউটরদ্বয়।
আদালত রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তা,পাবলিক প্রসিকিউটরদ্বয় ও আসামী পক্ষের নিয়োজিত আইনজীবীগণের বক্তব্য শুনে ৭ মামলায় বিভিন্ন মেয়াদে ১৮ দিনের রিমান্ড মন্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও এ. পি.পি গোলাম সরওয়ার।
এর আগে,২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।###