বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতামুহুরি সাংগঠনিক শাখার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
বুধবার ( ১১ জুন) মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির এবং সদস্য সচিব সিকদার আতিক উল্লাহ চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে মিজবাহ উর রহমানকে সভাপতি এবং রবিউল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দেশের পরিস্থিতি মোকাবিলা করতে ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করতে, দেশনায় তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি দেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে নবগঠিত কমিটি জীবন উৎসর্গ করার প্রত্যয়ে মাঠে থাকবে।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আবু ওমর নাছির, সহ সভাপতি মাস্টার মহিবুল্লাহ, এড. এরফান উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ।