আগামী প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে মাদক এবং জুয়া,ইভটিজিংসহ সমাজবিরোধী সকল কর্মকান্ড প্রতিরোধে সচেতনমূলক আলোচনা সভা সম্পন্ন ।
বৃহস্পতিবার ( ১২ জুন) বিকেল ৪টায় ভেওলা মানিক চর ইউনিয়ন ২ নং ওয়ার্ড মুবিন পাড়া এলাকায় তরুণদের সমন্বিত উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শোয়াইবুল ইসলাম সবুজ, ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মানিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
অতিথিরা বলেন, মাদক সেবন এবং মাদক যারা বিক্রি করে তারা সমাজের শত্রু, এদের কারণে সমাজের তরুণ যুব সমাজ ধ্বংস হচ্ছে আমাদেরকে মাদক সেবন এবং মাদক তাদের থেকে সতর্ক হতে হবে।
মাদক-শাবিদের অভিভাবকদের সচেতন হতে হবে যাদের বাচ্চারা মাদকের সাথে সম্পৃক্ত তারা তাদেরকে সচেতন করতে হবে বোঝাতে হবে।মাদক ব্যবসায়ীদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা ধরে আইনের আওতায় প্রয়োজনে তাদের জন্য মোবাইল কোর্ট করা হবে। এছাড়াও যারা ইভটিজিং করছে তারা অপরাধী যে কেউ রাস্তার ধারে বসে ইভটিজিং করলে আইনের আওতায় আনা হবে অভিভাবক রয়েছেন এবং সচেতন যারা আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করবো।