চকরিয়া এফসি ক্লাব শুভ উদ্বোধন উপলক্ষে প্রীতি ম্যাচ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে ।
সোমবার ( ০৯ জুন) বিকেল ৪ টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ফুটবল প্রেমিরা এ খেলা উপভোগ করে। খেলায় অংশ গ্রহণ করেন চকরিয়া এফসি ক্লাব ও বদরখালী ফুটবল একাডেমি। চকরিয়া এফসি ক্লাব -০৩ ও বদরখালী ফুটবল একাডেমি-০০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া এফসি ক্লাব। খেলা শেষে রানার্স আপ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।
এসময় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ফিফার বর্ষসেরা রেফারি জালাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন রাহাত স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী মোহাম্মদ রুবেল, চকরিয়া পৌরসভার যুবনেতা আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান, মোহাম্মদ আজম, মোরাদ হোসাইনসহ আগত অতিথিবৃন্দ।