চকরিয়া উপজেলায় ছুরিকাঘাতে মনির আহমদ (৩৫) নামের মাছ ব্যবসায়ী মৃত্যু হয়েছেন।
বৃহস্পতিবার(২৩ মে) রাত ১০ টা ৩০ মিনিটের সময় চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির আহমদ ওই এলাকার আবু সিদ্দিকের ছেলে ও চকরিয়া পৌর শহরের মাছ ব্যবসায়ী। অভিযুক্তরা একই এলাকার দুই ভাই—মো. আজাদ বাবু (২০) ও মো. মারুফ (২৫)। ঘটনার পর তারা দুজনই পলাতক। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।
তিনি জানান, চকরিয়া পৌর শহরে গতকাল রাতে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরেন মনির আহমদ। বাড়ির উঠানে পৌঁছানোর পর কয়েকজন দুর্বৃত্ত মনিরকে মারধর করে। একপর্যায়ে মনিরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের লোকজন মনিরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান মনির।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইননী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ###