কক্সবাজার জেলা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজি: নং ১৪৯১) এর আওতাধীন চিরিঙ্গা বাস স্টেশন হতে পেকুয়া, বারবাকিয়া, টৈটং কাউন্টার শ্রমিক এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৬মে) রাত ৮ টায় চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড পৌর প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে পেকুয়া, মগনামা, বারবাকিয়া, টৈটং কাউন্টারের শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে এবং একই কাউন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল মোস্তফা, প্রধান বক্তা ছিলেন পেকুয়া ও চিরিঙ্গা বাস স্টেশনের সাবেক লাইন পরিচালক শওকত হোছাইন ( পারুল)।
বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) হাবিব উল্লাহ, বরইতলী – পেকুয়া মগনামা সড়কের সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ, বেতুয়াবাজার – বহদ্দারকাটা লাইনের সভাপতি ছরওয়ার কামাল, বরইতলী নতুন রাস্তার মাথা লাইনের সভাপতি মোহাম্মদ আবদু শুক্কুর, পেকুয়া মগনামা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বেতুয়াবাজার – বহদ্দারকাটা – বাগগুজারা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বরইতলী নতুন রাস্তার মাথা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক।
এসময় অতিথিরা বলেন, সিএনজি চালক ভাইদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কোন লাইনম্যান অন্যায় করে সিএনজি চালক থেকে টুকেন নামে অতিরিক্ত টাকা আদায় করলে তাদের আইনের আওতায় আনা হবে। আ.লীগের দোসরেরা সিএনজি চালকদের এখনো বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়।
শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ কাউছার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শওকত ওসমান, কামাল হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ ইমরান, মেহেদী হাসান, আমান উল্লাহ, ওয়াজ উদ্দিন, ইয়াছিন, মোহাম্মদ শাকিব, মোহাম্মদ আলা উদ্দিন ও মোহাম্মদ মিজান প্রমুখ।
শ্রমিকেরা জানান, ছেলে মেয়ে নিয়ে দুবেলা খাবার সংগ্রহ করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তাতেও তারা বিভিন্ন সমস্যা – হুমকির সম্মুখীন হতে হয়। তাদের বিপদ আপদে শ্রমিক নেতাদের সহযোগিতা কামনা করেন।