অ্যালোহা বাংলাদেশ চকরিয়া শাখায় আপনাকে স্বাগতম। চকরিয়া শাখাকে নতুন রুপে সাজাতে ফ্রি ক্লাস, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২ মে) বিকেল সাড়ে ৩ টায় চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ হল মিলনায়তনে
এসময় উপস্থিত ছিলেন অ্যালোহা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং অ্যালোহা বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার মনজুর আলমের সঞ্চালনায় সেমিনারের কার্যক্রম শুরু হয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্রেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যালোহা ৩০ বছরের ও বেশি সময় ধরে বিশ্বের ৪০ টিরও বেশি দেশে বাচ্চাদের মেধা বিকাশের কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে। বাচ্চাদের মুখস্ত বিদ্যা থেকে বেরিয়ে এসে চিন্তার জগতকে প্রসারিত করা খুবই গুরুত্বপূর্ণ।
আলোহা তে যুক্ত হলে আপনার ৪ থেকে ১৩ বছর বয়সের বাচ্চার, মনোযোগ বাড়বে , স্মরণ শক্তি বৃদ্ধি পাবে,সৃজনশীলতার বিকাশ ঘটবে,পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে,দ্রুত শেখার আগ্রহ বৃদ্ধি পাবে, এছাড়া ক্যালকুলেটর ছাড়াই খুব সহজে জটিল অংকের সমাধান করতে পারবে। শুধু তাই নয় বাচ্চাদের আত্মবিশ্বাস অনেকগুনে বাড়ে। আলোহা ২ ধরনের কোর্সে ভাগ করা হয়েছে । জুনিয়র কোর্স : ৪ থেকে ৭ বছর বয়সী বাচ্চাদের জন্য। সিনিয়র কোর্সঃ
৭ থেকে ১৩ বছর বয়সী বাচ্চাদের জন্য। আর দেরি না করে চকরিয়া সবুজবাগ সড়ক আনোয়ার টাওয়ারে স্কুল ক্যাম্পাসে ভর্তি করিয়ে দিন।
অনুষ্ঠানের মেহমান ছিলেন চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শওকত আলী, এড. লুৎফর কবির, লামা হায়দার নাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, চকরিয়া উপজেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার আরিফুল ইসলাম প্রমুখ। ###