চকরিয়ায় বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত
আরাফাত চৌধুরী,জেলা প্রতিনিধি
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
৫১
বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলা বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন কর্তৃক আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১লা মে) বিকেল ৪ টায় স্বপ্ন বিউটি পার্লারের প্রোপাইটর শামীমা জন্নাত শারমিন ও আসফি বিউটি পার্লারের মালিক কোহিনুর আক্তারের নেতৃত্বে আন্তর্জাতিক মে দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এসময় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে চকরিয়া গ্রামার স্কুলের সামনে গিয়ে র্যালি শেষ হয়।
র্যালি শেষে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আসপি বিউটি পার্লার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তারা বলেন- প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম। এ দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি তাহলে চকরিয়া উপজেলা বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন এগিয়ে যাবে।
সকল বিউটি পার্লারের মালিক ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।###