আরাফাত হোছাইন, কক্সবাজার প্রতিনিধিঃ
চকরিয়া পৌরশহর কাঁচা বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দিন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পাকা রশিদ না রাখার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় ৯ দোকানিকে মোট ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, শহরের প্রতিটি বাজারে গিয়ে মনিটরিং করা হবে। ব্যবসায়ীরা যাতে প্রতিটি পণ্যের মূল্য তালিকা রাখে এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করে সেজন্য অবগত করা হচ্ছে।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।